মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

নুরানি কোরআন বোর্ড পাসের হার ৮৫.৯২

নিজস্ব প্রতিবেদক

নুরানি কোরআন বোর্ড পাসের হার ৮৫.৯২

নুরানি তালিমুল কোরআন বোর্ড বাংলাদেশের (এন টি কিউ বি) সমাপনী পরীক্ষা ২০২২-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফলাফল প্রকাশ করা হয়। পরীক্ষায় পাসের হার ৮৫.৯২ শতাংশ। বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, এ বছর সারা দেশে ৪১৬টি কেন্দ্রে মোট ২৬ হাজার ২৭৩ জন ছাত্রছাত্রী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আরবি-তরিকে তালিমের পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিতসহ সর্বমোট ছয়টি বিষয়ে পরীক্ষা হয়েছে। সারা দেশে টপ টেনে স্থান পেয়েছে ৯৯ জন ছাত্র-ছাত্রী। মাওলানা কালীমুল্লাহ জামিল হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি বোর্ডের মহাপরিচালক মাওলানা মাসীহুল্লাহ বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে সবার জন্য ফলাফল উন্মুক্ত করেন।

মাওলানা মাসীহুল্লাহ বলেন, অবহেলিত জনগোষ্ঠীর জন্য কোরআন শিক্ষাকে সহজতরকরণে নুরানি তালিমুল কোরআন বোর্ড বিশেষ ভূমিকা রাখছে। সারা দেশে নিজস্ব সিলেবাসে বাংলা, ইংরেজি ও গণিতকে গুরুত্ব দিয়ে আমরা কাজ করছি। শিক্ষকদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। আগামী দিনেও কোরআনের খেদমতে শায়খুল কোরআনের পরিবার বিশেষ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর