বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বুয়েট শিক্ষার্থীদের পুনর্মিলনী কাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

সাবেক শিক্ষার্থীদের মহাপুনর্মিলনীর আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আগামীকাল বুয়েট খেলার মাঠে দিনব্যাপী জমকালো এ আয়োজন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বুয়েটের কাউন্সিল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন সভাপতি অধ্যাপক ড. আইনুন নিশাত, মহাসচিব প্রকৌশলী মাহ্তাব উদ্দিন, মহাপুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুনীর উদ্দিন আহমেদ প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মহাপুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। এ ছাড়াও অনুষ্ঠানে ‘প্রকৌশল শিক্ষার বিবর্তন এবং ভবিষ্যৎ’ এর ওপর প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড মেটিরিয়ালস ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এবং পেট্রোলিয়াম ও খনিজসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তামিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর