মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

শেয়ারবাজারে দরপতন কমেছে লেনদেনও

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতন হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। পাশাপাশি গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে লেনদেনের পরিমাণ। এর মধ্যে ডিএসইর লেনদেন কমে ৫৮০ কোটি ৮১ লাখ ও সিএসইর লেনদেন হয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকা। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৭৫২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। এ ছাড়া ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৮১ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ দশমিক ৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে দও বেড়েছে ২১টি এবং কমেছে ১৫২টি ও অপরিবর্তিত ছিল ১৬৫টির শেয়ারদর। ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার। সারাদিন প্রতিষ্ঠানটির ৫৬ কোটি ১৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। ৩ টাকা ৪০ পয়সা বেড়ে কোম্পানিটির শেয়ার দর হয়েছে ১৪৪ টাকা ১০ পয়সা। দ্বিতীয় শীর্ষে থাকা জেনেক্স ইনফোসিসের ৫৩ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও তৃতীয় অবস্থানে শাইনপুকুর সিরামিকসের ৪১ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। সিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে ১৭ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। সিএসইতে লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২১টি, কমেছে ৬৪টি এবং পরিবর্তন হয়নি ৬২টির।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর