শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাঙালির মুক্তির আকাক্সক্ষা পূরণের সংগ্রাম ছিল ভাষা আন্দোলন

-ড. আতিউর রহমান

জবি প্রতিনিধি

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ভাষা আন্দোলন ছিল বাঙালির মুক্তির আকাক্সক্ষা পূরণের সংগ্রাম। সব শ্রেণির বাঙালির আর্থ-সামাজিক এবং রাজনৈতিক মুক্তির আকাক্সক্ষা পূরণের সংগ্রামই ভাষা আন্দোলন হিসেবে রূপ নিয়েছিল।

গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত ‘ভাষা আন্দোলন : আর্থ-সামাজিক পরিপ্রেক্ষিত মধ্যবিত্তের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার মূল প্রবন্ধ পাঠকালে তিনি এ কথা বলেছেন। আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের সভাপতিত্বে এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাফিস আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এ ছাড়াও স্বাগত বক্তব্য দেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান এবং পঠিত প্রবন্ধের ওপর আলোচনা করেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সেলিম।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর