বুধবার, ২২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক

নিজস্ব প্রতিবেদক

প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক

প্রধান তথ্য কমিশনার হলেন সাবেক সচিব আবদুল মালেক। তিনি ২০২০ সালের জানুয়ারি থেকে তথ্য কমিশনার (জ্যেষ্ঠ সচিব) হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গতকাল আবদুল মালেককে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এতে বলা হয়, প্রধান তথ্য কমিশনারের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে। তিনি সদ্য সাবেক প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের স্থলাভিষিক্ত হচ্ছেন। আবদুল মালেক বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা। তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবসহ প্রশাসনের বিভিন্ন পদে চাকরি করে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর অবসরে যান।  ২০২০ সালের জানুয়ারিতে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর