শিরোনাম
বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আগুনে পুড়ে ঘুমন্ত ভাই-বোনের মৃত্যু, দগ্ধ আরেক বোন

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আগুনে পুড়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। দগ্ধ অবস্থায় আরেক বোনকে ভর্তি করা হয়েছে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।

সোমবার রাত ১০টার দিকে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আশ্রাফ ব্যাপারী কান্দি গ্রামের মনসুর ঢালীর বসতঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো আরাফাত (৮) ও সামিয়া (১২)। আর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি মিম (১৩)। ফায়ার সার্ভিস এবং সখিপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, অগ্নিকান্ডের সময় ওই ঘরে ঘুমিয়ে ছিল তিন ভাই-বোন মিম, সামিয়া ও আরাফাত। আগুনে তারা মারাত্মক দগ্ধ হয়। এ সময় তাদের মা পাশের ঘরে নামাজরত অবস্থায় ছিলেন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরাফাত ও সামিয়ার মৃত্যু হয়। বড় মেয়ে মিমের অবস্থাও আশঙ্কাজনক। সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, তিন ভাই-বোন আগুনে দগ্ধ হলে তাদের ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর