বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

গঙ্গাবিলাস ফের এসেছে মোংলায়

বাগেরহাট প্রতিনিধি

গঙ্গাবিলাস ফের এসেছে মোংলায়

ভারতীয় পাঁচ তারকা মানের বিলাসবহুল রিভার ক্রুজ এমভি গঙ্গাবিলাস ২২ জন বিদেশি পর্যটক নিয়ে আবারও মোংলা বন্দরে এসেছে। গত মঙ্গলবার বিকালে বাংলাদেশ সুন্দরবনের আংটিহারায় ইমিগ্রেশনের পর গতকাল দুপুর ২টায় জাহাজটি মোংলা বন্দরের পশুর নদে নোঙর করেছে। এবার বিলাসবহুল এই প্রমোদতরীতে ১৯ জন নরওয়ে, একজন ব্রিটিশ ও দুজন কানাডার পর্যটক রয়েছেন। ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত ৩ হাজার ২০০ কিলোমিটার নৌপথ পাড়ি দেওয়া বিশ্বের দীর্ঘতম এই রিভার ক্রুজটির এবারের যাত্রাপথ কলকাতা থেকে ঢাকা পর্যন্ত। জাহাজটির ট্যুর অপারেটর জার্নি প্লাস ও সুন্দরবন বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। প্রমোদতরী এমভি গঙ্গাবিলাসের ট্যুর অপারেটর জার্নি প্লাসের প্রধান নির্বাহী তৌফিক রহমান জানান, এবার বিলাসবহুল রিভার ক্রুজটির যাত্রাপথ কলকাতা থেকে ঢাকা পর্যন্ত। পয়লা এপ্রিল কলকাতা থেকে জাহাজটিতে আসা ২২ জন বিদেশি পর্যটকের মধ্যে ১৯ জন নরওয়ে, একজন ব্রিটিশ ও দুজন কানাডার নাগরিক। বুধবার রাতে মোংলার পশুর নদে পাঁচ তারকা মানের বিলাসবহুল রিভার ক্রুজটিতে রাত্রযাপন শেষে পর্যটকরা সকালে বৃহস্পতিবার সকালে মোংলা থেকে সড়ক পথে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য স্থান (ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড) ষাটগম্বুজ মসজিদ ও ঐতিহাসিক স্থান হযরত খানজাহান (রহ.)-এর মাজার পরিদর্শন করবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর