মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ ০০:০০ টা

আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক, খুলনা 

আলেমদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে : পীর চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসলামের নাম-নিশানা মুছে দিতে একটি চক্র উঠে পড়ে লেগেছে। ৫২ বছর পরও দেশের স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন থাকতে হয়। এসব থেকে উত্তরণে দুর্নীতিবাজদের বর্জন ও রাষ্ট্রে আলেম সমাজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।’ গতকাল খুলনার সৈয়দ ফজলুল করিম (রহ.) ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের মহানগর সভাপতি মুফতি গোলামুর রহমানের সভাপতিত্বে সাধারণ স¤পাদক মুফতি আবদুল্লাহ ইয়াহইয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়েবে আমির ও খুলনা সিটি মেয়র প্রার্থী মাওলানা আবদুল আউয়াল, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান প্রমুখ।

মাওলানা মুশতাক আহমাদ, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সালেহ, মাওলানা শেখ আবদুল্লাহ, আবদুল্লাহ ইমরান ও মুফতি আমানুল্লাহ। পীর চরমোনাই বলেন, দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। সাধারণ মানুষ খুব কষ্টে জীবনযাপন করছেন। কোথাও তাদের নিরাপত্তা নেই, এমনকি মানুষের কথা বলার স্বাধীনতা পর্যন্ত নেই। দেশ দুর্নীতিতে সয়লাব হয়ে গেছে। দেশকে দুর্নীতিমুক্ত করতে, মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে প্রয়োজন ইসলামী শাসনব্যবস্থা। সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধভাবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠিত হলেই শান্তিশৃঙ্খলা ফিরে আসবে। তাই সর্বস্তরের ওলামায়ে কেরামদের ঐক্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর