বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে বড় বাধা রাশেদ চৌধুরীকে ফেরত না দেওয়া : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিপক্ব সম্পর্ক বিদ্যমান। তবে অন্য যে কোনো সম্পর্কের মতো এখানেও কিছু অস্বস্তিকর উপাদান আছে। এর মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অস্বস্তিকর হচ্ছে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত না দেওয়া।

গতকাল দৈনিক ইত্তেফাক আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, নির্বাচন, বিদেশি চাপ, প্রধানমন্ত্রীর চীন সফর, জিডিআই ও রোহিঙ্গাসহ নানা বিষয়ে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন। এতে স্বাগত বক্তব্য দেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী পরিচালক ও প্রকাশক তারিন হোসেন। উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও বিভিন্ন দেশের কূটনীতিক প্রতিনিধি। প্রতিমন্ত্রী বলেন, ‘অবশ্যই আমাদের মধ্যে কিছু সমস্যা আছে। এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে, একটি বন্ধুভাবাপন্ন দেশ (যুক্তরাষ্ট্র) বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিকে আশ্রয় দিয়েছে। এটি সমস্যার একটি বড় উৎস। এর সমাধান হচ্ছে খুনিকে ফেরত পাঠানো।’

তিনি বলেন, সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এটি একটি বড় প্রতিবন্ধকতা। কানাডায়ও বঙ্গবন্ধুর আরেকজন খুনি আছেন। কিন্তু সেখানকার বিষয়টি ভিন্ন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফেরত না পাঠানোর বিষয়ে তাদের একটি আইন আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সে রকম কোনো আইন নেই।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু এমন হতে পারে, কোনো কারণে এগিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আমি বলতে পারব না সম্পর্ক কতদূর যাবে। তবে এটুকু বলতে পারি, এটি এগিয়ে যেতে পারে।’

আসন্ন নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলকে সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। অবশ্যই সরকার ও নির্বাচন কমিশনের ওপর দায়িত্ব বেশি। কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য সবার সমান দায়িত্ব। আমরা আশা করি, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।’

তিনি বলেন, ‘বিএনপি বলেছে, পুলিশ, প্রশাসন এবং যারা নির্বাচনের সঙ্গে জড়িত, তাদের দেখে নেওয়া হবে। এটি বড় ধরনের হুমকি। আমি আশা করব, যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করবে।’

শাহরিয়ার আলম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি শেষ হয়ে গেছে। আমরা সেটিতে ফিরে যাব না। অন্তর্বর্তীকালীন সরকারের দাবি করাটা এখন হবে অবৈধ। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা হিসেবে বিবেচিত হবে।’

প্রধানমন্ত্রীর চীন সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘চীন সফরের বিষয়ে এখনো কিছু ঠিক হয়নি। প্রধানমন্ত্রী চীন যাবেন কি না জানি না। একটি বন্ধুদেশে তিনি যেতেই পারেন। আমরা বিভিন্ন দেশে যেতে পারি নির্বাচনের আগে। আমাদের সম্পর্ক এগিয়ে নেওয়া নির্বাচনের কারণে থেমে থাকবে না।’

তিনি বলেন, “বাংলাদেশ চীনের ‘বেল্ট অ্যান্ড রোডে’ যুক্ত হয়েছে এবং আরও অনেক দেশ এর সঙ্গে যুক্ত। কিন্তু গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) নতুন উদ্যোগ। এটি নিয়ে আলোচনা হওয়া ভালো। কারণ আমরাও জানি না এটিতে যুক্ত না হওয়ার মতো কোনো উপাদান আছে কি না।”

সর্বশেষ খবর