শুক্রবার, ২ জুন, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জবাই করার হুমকি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে জবাই করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল সকালে প্রতীকের সেলফোনে দুটি ভিন্ন নম্বর থেকে কল করে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে। গতকাল বিকাল পৌনে ৪টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত হুমকিদাতাকে শনাক্ত করা যায়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, সকাল ৮টা ৪৬ মিনিটে +৫৭২৫৮২৪৭৮ নম্বর থেকে আসা কলটি রিসিভ করলে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে গলা কেটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। দুই মিনিট পর ৮টা ৪৮ মিনিটে +৮৮০১৯৪২২০৬০৩১ নম্বর থেকে আবারও কল আসে। ওই কল রিসিভ করে কথা না বলে চুপ করে ছিলেন প্রতীক। পরে কলদাতা ১৯ সেকেন্ড গালাগালের পর কল কেটে দেন। জেলা প্রশাসন সূত্র জানান, প্রতীক দত্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে ভেজালবিরোধী অভিযানসহ নিয়মিত সব ধরনের অভিযান পরিচালনা করেন। এর ধারাবাহিকতায় ৩০ মে তিনি নগরীর চকবাজারে ইসলামী সমাজকল্যাণ পরিষদের ভবনে অভিযান পরিচালনা করেন।

সেখান থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ব্যানার, চাঁদা আদায়ের রসিদ এবং বিপুল পরিমাণ সরকারবিরোধী বই জব্দ করার পর সেখানে তালা দেওয়া হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর