শনিবার, ১০ জুন, ২০২৩ ০০:০০ টা

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে

------ পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে বিদ্যুৎ ঘাটতি আছে। তবে তা পূরণে সরকার চেষ্টা করছে। ইতোমধ্যে কিছুটা পূরণ হয়েছে। দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে।

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এ সময় নিজ গ্রামে ডুংরিয়া উচ্চবিদ্যালয় ও কলেজে এ অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৫ মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, পায়রা বিদ্যুৎ কেন্দ্র কবে চালু হবে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। কয়লা এলেই সেটি চালু হবে। তবে দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বাজার পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে আছে। জিনিসপত্রের দাম কমছে। এখন পিঁয়াজের দাম কমে এসেছে। সরকার বাজারে নজরদারি রাখছে। জিনিসপত্রের দাম আরও কমবে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু নঈম শেখ, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রমা বিজয় সরকার, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এতে বক্তব্য রাখেন। ডুংরিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মদন মোহন রায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর