রাজবাড়ীর পদ্মা নদীতে সাড়ে ৩৬ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। গতকাল ভোর ৫টার দিকে জেলার পদ্মা নদীর দৌলতদিয়ার উজানে মাছটি ধরা পড়ে। জেলেরা বলেন, রবিবার সন্ধ্যায় পদ্মায় ইঞ্জিনচালিত ট্রলারে মাছ ধরতে যান তারা। উত্তাল পদ্মার দৌলতদিয়া ফেরিঘাটের উজান ও ভাটিতে একাধিকবার জাল ফেলে মাছ শিকারে ব্যর্থ হন। ভোরে ফেরিঘাটের উজানে জাল ফেলেন তারা। জাল তোলার সময় তাদের জালে বড় আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়ে। যার ওজন সাড়ে ৩৬ কেজি। পরে দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য তোলেন জেলেরা। সেখান থেকে ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ২৫০ টাকা কেজি দরে ৪৫ হাজার ৬২৫ টাকায় কিনে নেন।
ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, আমি আড়ত থেকে সর্বোচ্চ দামে মাছটি কিনেছি। পরে কুষ্টিয়ার এক ব্যবসায়ীর কাছে ৪৭ হাজার ৪৫০ টাকায় মাছটি বিক্রি করে দিয়েছেন।