কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ ছাড়া দুঃশাসনের পতন কোনোভাবেই সম্ভব নয়। নির্বাচনের আগেই জাতীয় সরকার গঠন করা এখন সময়ের দাবি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যুক্তফোরাম আয়োজিত ‘ভূরাজনীতি : প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুক্তফোরামের প্রতিষ্ঠাতা প্রধান সমন্বয়ক সরদার শামস আল মামুনের (চাষী মামুন) সভাপতিত্বে ও সমন্বয়ক মো. জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। বক্তব্য রাখেন নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক, বাংলাদেশ ন্যাপের সাবেক মহাসচিব ইকবাল হোসেন ফোরকান, নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মো. জাকারিয়া, রাজনীতিবিদ অধ্যাপক ইকবাল হোসেন রাজু, আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক এস জি কিবরিয়া দিপু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য আকবর খান, গবেষক ও শিক্ষাবিদ ড. শহীদ মঞ্জু, জাতীয় তরুণ সংঘের সভাপতি মো. ফজলুল হক, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব ইয়ারুল ইসলাম প্রমুখ।
ফরহাদ মজহার বলেন, রাজনীতিতে গভীর সংকট চলছে। বিদেশিরা নানাভাবে দেশের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ করছে। জনগণ চুপ করে বসে থাকলে ভোটের সময় ভোট বসে থাকবে না। জনগণকে জাগিয়ে তুলতে হবে। যারা জনগণের ভোট ও ভাতের অধিকার চায় তারা যদি ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসে তাহলে রাজপথই হবে ফয়সালা।
প্রফেসর আবুল কাসেম ফজলুল হক বলেন, ভূরাজনীতি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ সৃষ্টি করেছে। বর্তমানে কোনো দলেই প্রকৃত রাজনীতি নেই। রাজনৈতিক দলগুলো মূলত দলাদলির রাজনীতিতে ঢুকে গেছে। রাজনৈতিক বাস্তবতা জনগণের পক্ষে নয়। জনগণ বিশ্বাস করে এ দেশে ভালো কিছু হতে পারে না। এর দায় রাজনীতিবিদদের। মানুষকে জাগানো এখন বড় রাজনীতি।