বুধবার, ৮ মে, ২০২৪ ০০:০০ টা

আহসান উল্লাহ মাস্টারের মৃত্যুবার্ষিকী পালিত

গাজীপুর প্রতিনিধি

শ্রমিক নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টারের ২০তম মৃত্যুবার্ষিকী গতকাল পালিত হয়েছে। সকাল থেকেই আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকায় তার বাড়ির প্রাঙ্গণে আয়োজিত স্মরণসভায় শহীদ আহসান উল্লাহ মাস্টারের ছেলে সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আরও বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি, মেহের আফরোজ চুমকি এমপি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর