দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। কোনো প্রকার সমস্যা ছাড়াই স্বাভাবিকভাবে চলছে বেনাপোল কাস্টমস ও বন্দর এবং ইমিগ্রেশনের কাজকর্ম। ভারত থেকে আগের মতোই আমদানি ও রপ্তানি প্রক্রিয়া চলছে। তবে ইন্টারনেট ব্যবস্থা দুর্বলের কারণে কিছুটা ব্যাহত হচ্ছে। বেনাপোল চেকপোস্ট থেকে দূরপাল্লার সব ধরনের গাড়ি চলাচল করছে। বন্দর থেকে সবধরনের মালামাল বহন করছে ট্রাক ও কাভার্ড ভ্যান। তবে ঢাকা থেকে রপ্তানি পণ্যবাহী ট্রাক কম আসছে। ভারতগামী পাসপোর্ট যাত্রীর সংখ্যা কমে এসেছে এক তৃতীয়াংশ।
তবে দেশব্যাপী ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় শনিবার অর্থাৎ সপ্তাহের শুরুতে ইন্টারনেট সিসটেম জটিলতার কারণে অটোমেশন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় আমদানি কার্যক্রম সচল রাখতে কাস্টমস ম্যানুয়াল পদ্ধতিতে আমদানি সচল রাখে। গত ৩ দিনে এ প্রক্রিয়ায় ভারত থেকে ২৪ ট্রাকে মাছ টমেটো এবং কাঁচামরিচ আমদানি হয়। মঙ্গলবার থেকে ব্রডব্যান্ড চালু হওয়ায় আমদানি ও রপ্তানি স্বাভাবিক নিয়মে হচ্ছে। তবে ব্যাংকগুলোতে ইন্টারনেট স্লো থাকায় আমদানি পণ্য খালাসে সমস্যা তৈরি হচ্ছে। এ ছাড়া সরকারি অফিস ও ব্যাংক ১১টা থেকে ৩টা পর্যন্ত খোলা থাকায় দিনের পণ্য দিনে বন্দর থেকে খালাস গ্রহণ করা যাচ্ছে না।