রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে আলম তালুকদার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় ডেমরার সারুলিয়া বক্সনগরে এ দুর্ঘটনা ঘটে।
প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। জানা গেছে, আলম তালুকদার পিরোজপুরের মঠবাড়িয়া এলাকার আজিজ তালুকদারের সন্তান। তিনি ওই নির্মাণাধীন ভবনে থাকতেন। ঢামেক সূত্র জানায়, আলম তালুকদার সকালে নির্মাণাধীন ওই ভবনের তৃতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।