খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্যদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর বিএনপির ১৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বরিশাল মহানগর বিএনপি।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা : খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার এ প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়।
এতে বলা হয়, কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই কেন্দ্র থেকে খুলনা জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হোসেন বাবু বলেন, কমিটি তিন মাস মেয়াদে গঠিত ছিল। কিন্তু বিগত দিনে রাজনৈতিক প্রেক্ষাপটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনের সুযোগ ছিল না। সর্বশেষ ২০২৪ সালের ৩১ আগস্টের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়। কিন্তু ওই সময়ের মধ্যেও পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে।
বরিশালে ওয়ার্ড বিএনপির দুই নেতাকে অব্যাহতি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল মহানগর বিএনপির ১৭ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক ও সদস্য সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বরিশাল মহানগর বিএনপি। অব্যাহতিপ্রাপ্তরা হলেন- আহ্বায়ক মো. সাগরউদ্দিন মন্টি ও সদস্য সচিব আরমান সিকদার নুন্না।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএনপির হাইকমান্ডের নির্দেশনা উপেক্ষা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অপরাধ তদন্তে প্রমাণিত হওয়ায় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকাদর স্বাক্ষরিত অব্যাহতির ওই চিঠি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয়কে অনুলিপি হিসেবে দেওয়া হয়েছে।
আহ্বায়ক মন্টির বিরুদ্ধে নগরীর সদর রোড বায়তুল মোকাররম মসজিদ কমিটির সভাপতিকে মারধর ও অপহরণ চেষ্টা এবং সদস্য সচিব নুন্নার বিরুদ্ধে নানা ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।