চট্টগ্রাম নগরের খুলশী এলাকার এয়াকুব হাউজিংয়ে সজীব জুস নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জানা যায়, আগুন লাগার পর কারখানার পাশে একটি আবাসিক ভবনে কয়েকটি পরিবার আটকা পড়েন। আতঙ্কে তারা চিৎকার ও কান্নাকাটি করতে থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদের নিরাপদে বের করে আনেন। এ সময় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক বলেন, গতকাল ভোর ৪টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।