গাজীপুরের টঙ্গীতে মায়ের হাতে খুন হয় নিজের দুই সন্তান। পুলিশের কাছে ছেলে ও মেয়েকে হত্যার স্বীকারোক্তি দিয়েছেন মা সালেহা বেগম। এ ঘটনায় অভিযুক্ত মা সালেহাকে হত্যা মামলায় আসামি করে গতকাল আদালতে পাঠানো হয়েছে। একদিকে দুই সন্তান অপরদিকে স্ত্রীকে হারিয়ে এখন দিশাহারা বাবা বাতেন। কী করবেন ভেবে পাচ্ছেন না। কলিজার দুই টুকরাকে নিজ হাতে কীভাবে দাফন করবেন এমন কথা বলে একবার আবদুল্লাহ আরেকবার মালিহা বলে চিৎকার করেন। শুধু বলছেন, একি হলো আমার, সব শেষ হয়ে গেছে! এখন আমার বেঁচে থেকে কী লাভ! তবে কী কারণে নিজ সন্তানদের বঁটি দিয়ে কুপিয়ে পরে জবাই করে হত্যাকাণ্ড ঘটিয়েছেন এর রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল রুমান বলেন, সালেহা বেগমকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হত্যার কথা স্বীকার করলেও কী কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে কোনো কথাই বলছেন না। উল্লেখ্য, গত শুক্রবার টঙ্গীর পূর্ব আরিচপুর রূপবানেরমার টেক এলাকা থেকে মালিহা আক্তার (৬) ও আবদুল্লাহ ইবনে ওমর (৪) নামে দুই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি বঁটিও উদ্ধার করে। এ ঘটনায় স্বামী বাতেনের দেওয়া হত্যা মামলায় আসামি হন স্ত্রী সালেহা।