রংপুর নগরীর সংস্কৃতিমনা, মানবিক মানুষ হিসেবে পরিচিত আনোয়ার হোসেনের বড় ছেলে মাহাবুব হাসান বাঁধন (২৫) বিরল রোগ জিবিএস ভাইরাসে আক্রান্ত। তিনি রংপুর শিশু নিকেতন স্কুলের এসএসসি ২০১৩ ব্যাচের শিক্ষার্থী। পরবর্তীতে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেন বাঁধন। চিকিৎসকরা জানিয়েছেন, জিডিএস ভাইরাস আক্রান্ত ব্যক্তির শরীরের এন্টিবডি তার শরীরের বিরুদ্ধে কাজ করে। ধীরে ধীরে শরীর এবং মস্তিষ্ক অবশ করে দেয়। আক্রান্ত ব্যক্তির শরীর ও মস্তিষ্ক সাময়িকভাবে এবং পরবর্তীতে স্থায়ীভাবে প্যারালাইসিস হয়ে যায়। বর্তমানে তার মস্তিষ্কের একাংশ এবং পুরো শরীর প্যারালাইসড হয়ে গেছে। সুচিকিৎসার জন্য তাকে দিনে ৮টি করে ইনজেকশন দেওয়া প্রয়োজন। যার মূল্য প্রায় ১ লাখ ১৭ হাজার ২৩২ টাকা।
তার পরিপূর্ণ চিকিৎসার জন্য প্রায় ২০ লাখ টাকার প্রয়োজন। যা বাঁধনের পরিবারের পক্ষে একা বহন করা দুঃসাধ্য। যে কারণে বাঁধনের বাবা সমাজের সবার কাছে সাহায্যের জন্য অনুরোধ করেছেন।