প্রায় ৫১ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ২১১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নোয়াখালী-৩ আসনের সাবেক এমপি মামুনুর রশীদ কিরণ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। গতকাল দুদক উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, মামুনুর রশীদ পাবলিক সার্ভেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার ও অসৎ উদ্দেশে ৪৯ কোটি ৫৪ লাখ ৩৪ হাজার ৯৯৬ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।এ ছাড়া তার ও তার প্রতিষ্ঠানের নামে ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২১১ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ২৪১ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। অপর মামলায় তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে ১ কোটি ৮৩ লাখ ২১ হাজার ৫৪৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় তার সঙ্গে স্বামী মামুনুর রশীদ কিরণকেও আসামি করা হয়েছে।