রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বাগধানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের চেয়ার আমগাছ থেকে নামানো হয়েছে। সেই সঙ্গে তার অফিস কক্ষের তালাও খুলে দেওয়া হয়েছে। শুক্রবার তালা খুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, প্রধান শিক্ষকের কক্ষ তালাবদ্ধ করাটা দুঃখজনক। এটা ছিল বিদ্যালয়ের কমিটি নিয়ে দ্বন্দ্ব। এ বিষয়ে তিনি সেনাবাহিনীকে ফোন করেছিলেন। গতকাল সকালে সেনা সদস্যরা কিছু অভিযোগের ভিত্তিতে সেখানে গিয়েছিলেন। তারা কিছু সময় থেকে তথ্য সংগ্রহ করেছেন। এর আগেই কে বা কারা তালা খুলে দিয়েছে এবং চেয়ারও নামিয়েছে।
এর আগে গত মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নওহাটা পৌরসভার বাগধানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে টেনেহিঁচড়ে বের করে কক্ষে তালা দেওয়া হয় বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক মঞ্জু মনোয়ারা। তার অভিযোগ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাকে মারধরও করেছেন।