প্রতারণা, জাল-জালিয়াতি ও হুমকির অভিযোগে ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়জনের বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে। গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সানাউল্লাহর আদালতে এ মামলা করা হয়। আদালত বাদীর জবানবন্দি নেওয়ার পর আদেশ দেবেন বলে জানিয়েছেন। এর আগে, ফার্স্ট টেলি সেলস কোম্পানির স্বত্বাধিকারী শিহাব মাহমুদ বাদী হয়ে আদালতে মামলাগুলো করেন।
আসামিরা হলেন- সৈয়দা আমবারীন রেজা, জুবায়ের সিদ্দিকী, তাবারেজ খান (ভারতীয়); দিলারা ফারুক, মোহাম্মদ সাজেদুল হক, মোহাম্মদ তৌফিক। পৃথক এই চার মামলায় আসামিদের বিরুদ্ধে ৫ কোটি ৬০ লাখ টাকা প্রতারণার অভিযোগ আনা হয়েছে।