সৌদি আরবের মদিনা থেকে প্রায় ৪০০ হজযাত্রী নিয়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে রানওয়েতে আটকা পড়ে। প্রায় দুই ঘণ্টা আটকে থাকার পর রানওয়ে থেকে সরানো হয় বিমানটি। এ সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের বিমান চলাচলে বিঘ্ন ঘটে। গতকাল সকালে মদিনা থেকে চট্টগ্রাম আসে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-১৩৮)।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ‘বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৩৮৭ যাত্রী নিয়ে সকাল সাড়ে ৯টায় ল্যান্ড করার পর রানওয়ে-২৩ প্রান্তে এসে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে আটকা পড়ে। যান্ত্রিক ত্রুটি সারিয়ে বেলা ১১টা ২০ মিনিটে রানওয়ে থেকে নিরাপদে অ্যাপ্রোনে নিয়ে আসা হয়। এ সময় দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ ছিল। যাত্রীরা সবাই সুস্থ রয়েছে।’ তিনি বলেন, রানওয়ে বন্ধ থাকায় একটি আন্তর্জাতিক ও তিনটি অভ্যন্তরীণ ফ্লাইট বিলম্ব হয়েছে। বর্তমানে রানওয়ে স্বাভাবিক রয়েছে।