উত্থানে শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণ। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে ডিএসইতে সাড়ে চার মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। তবে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম কমার প্রতিষ্ঠানের সংখ্যা ছিল বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেড়েছে সবকটি মূল্যসূচক। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বেড়েছে ১৫৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৯১টির। আর ৪৯টির দাম অপরিবর্তিত রয়েছে। সব কটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে ৬০১ কোটি ৭৫ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫৭৩ কোটি ৪৬ টাকা। এ হিসেবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ২৮ কোটি ২৯ লাখ টাকা। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারির পর ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হলো। লেনদেনের শীর্ষে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ। প্রতিটি শেয়ার আগের দিন ৪১ টাকা ৭০ পয়সা নিয়ে গতকাল ৪১ দশমিক ৩০ পয়সায় কোম্পানিটির ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১৭ পয়েন্ট।
বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৩৬ প্রতিষ্ঠানের মধ্যে ৮৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১১৩টির এবং ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৭ কোটি ২৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪ কোটি ৬৬ লাখ টাকা।