এক দফা দাবিতে বরিশাল-ভোলা মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করা বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের ওপর লাঠিপেটার অভিযোগ উঠেছে। এতে ২১ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ১৩ জনকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল হক ইরান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে স্বতন্ত্রতা নিশ্চিতের এক দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু কেউ কর্ণপাত করছে না। গতকাল সকাল থেকে কলেজের সামনে বরিশাল-ভোলা মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি শুরু করলে সেনাবাহিনী ও পুলিশ এসে সড়ক ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেয়। আমরা দাবি মেনে নেওয়ার বিষয়ে জেলা প্রশাসককে এনে আশ্বাস দেওয়ার জন্য বলি। কিন্তু সেনাবাহিনী ও পুলিশ দাবি না মেনে লাঠিপেটা করে আমাদের সরিয়ে দিয়েছে।’
তবে লাঠিচার্জ করা হয়নি দাবি করে বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘সকাল থেকে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিয়ে কর্মসূচি পালন করার জন্য বলা হয়। বেলা আড়াইটা পর্যন্ত তাদের বোঝানোর পরেও তারা সড়ক ছেড়ে যায়নি। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।’ কলেজের অধ্যক্ষ লিটন রাব্বানী বলেন, ‘শিক্ষার্থীদের দাবির বিষয়ে মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’