লালমনিরহাটের হাতীবান্ধায় ঋণের টাকার চাপ সামলাতে না পেরে ২ বছরের কন্যা সন্তানকে বিক্রির চেষ্টা করে তার বাবা হাবিবুর রহমান।
বৃহস্পতিবার এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চর সিন্দুর্না গ্রামের ২ নং ওয়ার্ডে।
ওই কন্যা সন্তানের বাবা হাবিবুর রহমান জানায়, অভাবের সংসার। সামান্য জমিজমা বর্গা নিয়ে চাষাবাদ করি। গত মৌসুমে ভুট্টা, পিঁয়াজ ও বাদাম চাষাবাদের জন্য ৩ জন সুদের কারবারি ও একজন বন্ধুর কাছে ৩ লক্ষাধিক টাকা সুদ হিসেবে গ্রহণ করি। ফসল বিক্রি করে লক্ষাধিক টাকা পরিশোধ করার পরও সুদসহ আরও ৪ লক্ষাধিক টাকা সুদারুরা পায়। প্রতিদিন ওই টাকার চাপে দিশেহারা হয়ে পড়ি। কোনোখানে কোনো টাকা জোগাড় করার উপায় নেই। বাধ্য হয়ে বিভিন্ন মাধ্যমে ২ বছরের কন্যা সন্তান বিক্রির সিদ্ধান্ত নিতে বাধ্য হই। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজন আমার বাড়ি শিশু সন্তানটিকে নেওয়ার জন্য আসে। কিন্তু পরে স্ত্রী বাধা দেওয়ায় বিক্রি করতে পারেননি।
ওই এলাকার মোজাম্মেল হোসেন নামের এক ব্যক্তি বলেন, ঋণের টাকা পরিশোধে নিজের কন্যা সন্তান বিক্রি করার চেষ্টা করে। তার স্ত্রীর কান্নাকাটিতে আমরা তার বাড়িতে এসে বিষয়টি জানতে পারি। আমাদের বাধায় ওই কন্যা সন্তানটিকে বিক্রি করতে পারেননি।
শিশুটির মা নুরনাহার বলেন, ঋণের চাপে স্বামী আমার বাচ্চা বিক্রি করার চেষ্টা করে। কিন্তু কোনোভাবে আমার সন্তানকে বিক্রি করতে দেব না।
বিষয়টি নিয়ে সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে পাঠিয়ে ভুক্তভোগী পরিবারকে পরিষদে ডেকে নিয়ে আসি। পাওনাদারদের সঙ্গে বসে এ বিষয়ে মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়েছি। পাশাপাশি হাবিবুর রহমানের স্ত্রীর নামে ভিজিডির কার্ড করে দিয়েছি।