রংপুরের গঙ্গাচড়া উপজেলার ৯টি ইউনিয়নের ২০ অসচ্ছল পরিবারের নারী ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। গতকাল দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। এর আগে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা। তিনি বলেন, এ উপজেলার অনেকেই নদী ভাঙনের শিকার হয়ে অসচ্ছল জীবনযাপন করছেন। অবহেলিত এ উপজেলায় বসুন্ধরা গ্রুপ সেলাই মেশিন দিয়ে নারীদের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে এটি সত্যিই প্রশংসনীয়। সেলাই মেশিন পাওয়া রুমা খাতুন বলেন, স্বামী অটোরিকশা চালান। এক ছেলে ও এক মেয়ে নিয়ে সংসার চালাতে কষ্ট হয়। এ সেলাই মেশিন দিয়ে শিশুদের পোশাক বানিয়ে দোকানগুলোতে বিক্রি করব। বসুন্ধরা শুভসংঘ রংপুর জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক সাদাকাত হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের সহকারী সেক্রেটারি রায়হান সিরাজী, ইসলামী আন্দোলনের সেক্রেটারি ইউনুস আলী, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান প্রমুখ। বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে জানানো হয়, দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় নারীদের বাছাই করে তিন মাস প্রশিক্ষণের পর তাদের সেলাই মেশিন দেওয়া হচ্ছে।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশনায় এটি একটি চলমান কর্মসূচি। সারা দেশে এ কর্মসূচি চলবে।