বাংলাদেশের সাবেক সফল অর্থ ও পরিকল্পনামন্ত্রী অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বস্ত সহযোদ্ধা। বিদেশি সাহায্যনির্ভরতা থেকে দেশের অর্থনীতিকে বের করতে বাণিজ্য উদারীকরণ, রাজস্ব আয় বাড়াতে ভ্যাট আইন চালু, মার্কিন ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়াসহ সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থনীতির প্রথম সংস্কারক। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাত প্রার্থনায় পরিবার, মৌলভীবাজার জেলা বিএনপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কবরে পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন মসজিদ-মাদরাসায় কোরআনখানি ও আলোচনা সভা।
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হবে মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের এম সাইফুর রহমান অডিটরিয়ামে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)। স্বাগত বক্তব্য রাখবেন এম সাইফুর রহমানের ছেলে সাবেক এমপি এম নাসের রহমান। বিশেষ অতিথি থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আমিনুল ইসলাম, বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।