রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন নিয়ে একে-অপরের ওপর পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে শিবির ও ছাত্রদল। শিবিরের অভিযোগ ভোটারদের অর্থপ্রদান করছে ছাত্রদল। শিবিরের বিরুদ্ধে ভোটারদের মাঝে খাবার বিতরণের অভিযোগ তুলেছে ছাত্রদল। গতকাল প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলামের কাছে পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়। এ ব্যাপারে এফ নজরুল ইসলাম বলেন, অভিযোগ খতিয়ে দেখে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোটের অভিযোগপত্রে বলা হয়েছে, ১৫ সেপ্টেম্বর ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ক্লাস চলাকালে আরবি বিভাগে ছাত্রদল সমর্থিত জিএস পদপ্রার্থী নাফিউল জীবনের নির্বাচনি প্রচারণা করেন। ১৮ সেপ্টেম্বর আরবি বিভাগ ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ৫ হাজার টাকা প্রদান করেছে এই প্যানেলের প্রার্থীরা।
এ ছাড়া নির্ধারিত সময়ের বাইরে নির্বাচনি প্রচার-প্রচারণাও অভিযোগ করা হয়েছে। এদিকে শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টা অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। কমিশনে দেওয়া এক অভিযোগপত্রে বলা হয়েছে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থীজোট’ প্যানেলের প্রার্থীরা ও প্রার্থীদের পৃষ্ঠপোষকতায় তাদের সমর্থকরা বিভিন্ন হল ও বিভাগে নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের খাবার উপহার ও বিশেষ উপহার প্রদান করছে। এতে নির্বাচনি লেভেল প্লেয়িং ফিল্ড বিনষ্ট হচ্ছে। ভোটারদের উপহার প্রদান নির্বাচনের আচরণবিধির পরিপন্থি।
এতে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ প্রভাবিত হচ্ছে। অবিলম্বে অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতের দাবি জানানো হয়।