চীন যেন আদতেই মৃত্যুপুরী। করোনাভাইরাসে দেশটিতে মৃত্যুর হার বাড়ছে বিদ্যুৎ গতিতে। মহামারী এই ভাইরাস ছড়িয়ে গেছে বিশ্বের অন্যান্য দেশেও। করোনাভাইরাস আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব।
এদিকে, করোনাভাইরাসের কারণে যাত্রী কমে যাওয়ায় ফ্লাইট কমিয়ে দিচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইনস। বিশ্বজুড়ে বিস্তৃত নেটওয়ার্কে অস্থায়ী ভিত্তিতে তিন মাসের জন্য ফ্লাইট সংখ্যা কমিয়ে আনার ঘোষণা দিয়েছে এ এয়ারলাইনস।
এ ব্যাপারে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্চ, এপ্রিল ও মে মাসের জন্য আপাতত এই সিদ্ধান্ত কার্যকর হবে।
যেসব গন্তব্যে ফ্লাইট কমিয়ে আনার কথা বলা হয়েছে, তার মধ্যে অন্যতম হলো– লসঅ্যাঞ্জেলেস, ফ্রাঙ্কফুর্ট, প্যারিস, টোকিও, সিউল, জাকার্তা, সিডনি ও মুম্বাই।
এ ছাড়া চীনের মূল ভূখণ্ড এবং হংকংয়ে বড় আকারে ফ্লাইট কমিয়ে আনার কথা বলা হয়েছে।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/ ওয়াসিফ