২৫ ফেব্রুয়ারি, ২০২০ ১৩:২৬

দক্ষিণ কোরিয়ার ২,০০,০০০ লোকের করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার ২,০০,০০০ লোকের করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার ২,০০,০০০ লোকের করোনাভাইরাস পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। একটি গোপন চার্চ থেকে দক্ষিণ কোরিয়ায় মহামারী আকারে করোনাভাইরাস ছড়াচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরীক্ষার আওতায় আনা ওই দুই লাখ লোক শিনচিওনজি নামের ওই চার্চেরই সদস্য। খবর গার্ডিয়ানের। 

চার্চটির কর্তৃপক্ষ তাদের সদস্যদের নাম প্রকাশ করতে রাজি হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দক্ষিণ কোরিয়াতে এ পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছে ৯ জন ও আক্রান্ত হয়েছে ৮৯০ জন।

বিশ্বের ১২তম বৃহত্তম অর্থনীতির দক্ষিণ কোরিয়া করোনাভাইরাসের কারণে তীব্র আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। এ ক্ষতি কাটিয়ে উঠতে নানা পদক্ষেপ নিচ্ছে তারা।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়েছে করোনাভাইরাস। করোনাভাইরাস মহামারী আকারে ছড়ানোয় চীনের পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াতেও রেড এলার্ট জারি করা হয়েছে।

শুধু চীন, দক্ষিণ কোরিয়া নয়, ভারত, ইরান, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, নেপাল, ফিনল্যান্ডসহ ২৫টির বেশি দেশে ছড়িয়েছে করোনাভাইরাস। নতুন এ করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৮০ হাজার মানুষ এবং মারা গেছে ২ হাজার ৬৯৮ জন। 

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর