করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এতোদিন কেবল সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হতো। তবে ভারত থেকে কয়লা, পাথর ও অন্যান্য পণ্য নিয়ে আসা ট্রাক চালকরা ছিলেন স্বাস্থ্য পরীক্ষার বাইরে। কিন্তু গত বুধবার থেকে স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হয়েছে চালকদেরও। বাংলাদেশ সীমান্তে প্রবেশের পর পরই তাদের স্বাস্থ্য পরীক্ষা করে পণ্য খালাসের অনুমতি দেওয়া হচ্ছে।
তামাবিল স্থলবন্দর সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের ‘হ্যান্ডহেল্ড’ থার্মোমিটার দিয়ে স্ক্যানিং করা হচ্ছে। বুধবার দুপুর থেকে এ স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়। আগে শুধুমাত্র যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়োজিত ছিলেন দুজন স্বাস্থ্যকর্মী। ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর পর থেকে আরও দুইজন কর্মী বাড়ানো হয়েছে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, প্রতিদিন তামাবিল স্থলবন্দর দিয়ে শত শত চালক ট্রাক নিয়ে বাংলাদেশে আসেন। এতোদিন তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি। কিন্তু করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় বুধবার থেকে তাদেরকেও স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার