বিদেশে থাকা স্বজনদের দেশে না আসতে অনুরোধ করতে হবে। কারণ তার মাধ্যমে দেশের মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। তিনি দেশে এসে আমাদের যেন বিপদে না ফেলেন। যিনি মনে করেন দেশে গিয়ে মায়ের কাছে শান্তি পাবো। তিনি ভুল ভাবছেন। এতে তার মা, আদরের ছেলে মেয়েও আক্রান্ত হতে পারেন। তাই আবেগতাড়িত না হয়ে বাস্তবতা মেনে নিন। বিদেশে ভালো চিকিৎসা আছে। অন্য দেশের এতো লোককে কোয়ারেনটাইনে রাখার সামর্থ্য থাকলেও আমাদের কি সেই ব্যবস্থা আছে? কুমিল্লার বেশি মানুষ প্রবাসে থাকে। তাই সবাইকে সচেতন হতে হবে।
বৃহস্পতিবার কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডেপুটি সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন।
তিনি আরও জানান, কুমিল্লার চান্দিনার একজন সিঙ্গাপুর প্রবাসীর নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর টিম। এখনও ফলাফল জানা যায়নি।
হাম রুবেল নিয়ে বলেন, ৯ মাস থেকে ১০ বছর পর্যন্ত কুমিল্লা জেলার ১৬ লাখ ৪৬ হাজার সাতজনকে এই টিকা দেয়া হবে। ১৮মার্চ থেকে ১১এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের এমওডিসি হাসান মাহমুদ ইকবাল ও মেডিকেল অফিসার ইসরাত জাহান।
বিডি প্রতিদিন/এ মজুমদার