তথ্য আপার উদ্যোগে শনিবার সকালে পটুয়াখালীর গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের করোনাভাইরাসে সচেতনতা, ইভটিজিং, বাল্যবিয়ে রোধ ও মাদক মুক্ত সমাজ গড়ার বিষয়ে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম এ সময় বক্তব্য রাখেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মু. মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা মোসাম্মাৎ ইসমত আরা প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন