করোনা প্রতিরোধে সাইপ্রাসে গণসমাবেশসহ পার্ক, সিনেমা হল, মার্কেট, খেলার মাঠসহ জনবহুল জায়গায় অযথা ঘোরাফেরা করা যাবে না। সাইপ্রাসের সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশটিতে মোট ২১ জনের করোনাভাইরাস ধরা পড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস আনাস্তাসিয়াডিস ১০ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, নতুন মহামারীটির দ্রুত প্রসারণের কারণে জনসাধারণের উদ্বেগ এবং নিরাপত্তার বোধ সম্পর্কে তার সরকার সচেতন এবং এই মহামারীর প্রভাব নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ অব্যাহত চালিয়ে যাবেন।
বিডি প্রতিদিন/ফারজানা