ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভীরুল ইসলাম মসজিদে মসজিদে গিয়ে করোনাভাইরাস, মাদক, চোরাচালানসহ বিভিন্ন বিষয়ে মানুষের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন।
জানা যায়, প্রতিদিন ঠাকুরগাঁও সদর উপজেলার জামে মসজিদগুলোতে নামাজ শেষে মুসল্লিদের মাঝে বিভিন্ন বিষয়ে জনসচেতনাতামূলক প্রচারণা করেন তিনি। এ সময় সদর থানার ওসি তানভীরুল ইসলাম জনসচেতনতার লক্ষ্যে, করোনাভাইরাসসহ বাল্যবিবাহ, মাদক, জঙ্গীবাদ, চুরিসহ বিভিন্ন বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
ওসি বলেন, করোনা থেকে বাঁচতে হলে আমাদের পরিস্কার-পরিচ্ছন্ন থাকা একান্ত প্রয়োজন। বাইরে থেকে ঘরে আসলে, হাত-মুখ ভালোভাবে সাবান ও হ্যান্ডওয়াশ দিয়ে ধুয়ে ফেলতে হবে। অযাচিতভাবে মুখে, নাকে, চোখে হাত দেওয়া যাবে না। আমাদের বেশি বেশি পানি পান করতে হবে।
তিনি আরও বলেন, এলাকায় অভিনব কায়দায় চুরি হচ্ছে। তাই আমাদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে। মাদককে না বলুন। মাদক ও বাল্যবিয়ে থেকে আমাদের সমাজের মানুষকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসার আহবান করেন তিনি।
বিডি প্রতিদিন/আল আমীন