দ্বীপজেলা ভোলায় করোনা ভাইরাসে কোন ব্যক্তি আক্রান্ত না হলেও সন্দেহজনক ইতালি ফেরত এক যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আজ শনিবার ভোলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
এদিকে করোনা মোকাবেলায় ভোলা সদর হাসপাতালে ২০ শয্যার একটি পৃথক করোনা আইসোলেশন ইউনিট খোলা হয়েছে।
ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজ উদ্দিন জানান, ভোলা সদর হাসপাতালে সন্দেহজনক করোনা রোগী আসেনি। তবে ইতালি থেকে আসা এক যুবকের জ্বর, সর্দি কাশি থাকায় তিনি স্থানীয় ডাক্তারের কাছে গেলে তাকে হোম কোয়ারেন্টিনে থাকার পরার্মশ দেয়া হয়েছে।
এদিকে করোনা মোকাবেলায় ২০ শয্যার আলাদা ইউনিট খেলা হয়েছে। এছাড়া যেসব রোগী জ্বর সর্দি গলা ব্যথা নিয়ে আসে তাদেরকে আলাদা স্ক্যানিং করার জন্য হাসপাতালে স্ক্যানিং সেন্টার খেলা হয়েছে। সেখানে একজন ডাক্তার নিয়োজিত রয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল