বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে করোনোভাইরাস আক্রান্ত সন্দেহে বিদেশফেরত আরো ৬ জনকে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ১৪ দিন তাদের বাসায় থাকতে বলা হলেও তাদের মধ্যে কোনো লক্ষণ দেখা যায় নি। তারা স্বাভাবিক রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
এ নিয়ে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ৮ জনকে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে' রাখা হলো। শনিবার দুপুরে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা নিশ্চিত করেছেন নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল।
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত ১৩ মার্চ কুয়েত থেকে ফেরা নন্দীগ্রাম উপজেলার নিনগ্রামের ১ জন, একই তারিখে ওমান থেকে ফেরা সিংজানি গ্রামের ১ জন, গত ১১ মার্চ দিল্লি থেকে ফেরা একজন ৯ মার্চ মালয়েশিয়া থেকে ফেরা ভরতেতুলিয়া গ্রামের ১ জন, ৮ মার্চ সৌদি আরব থেকে ফেরা ১ জন ও ভাটগ্রামের ১ জনকে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, করোনাভাইরাস ঝুঁকির কারণে শনিবার পর্যন্ত ৮ জনকে হোম কায়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে তারা সুস্থ রয়েছেন। ১৪ দিন তাদের বাসায় থাকতে বলা হয়েছে। তবে তাদের মধ্যে কোনো লক্ষণ দেখা যায় নি।
এদিকে করোনা প্রতিরোধে মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় থানা পুলিশের উদ্যোগে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় বিভিন্ন যানবাহনে ও দোকানে লিফলেট বিতরণ করেন সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনোয়ার হোসেন রানা, এসআই ফারুক হোসেন।
বিডি প্রতিদিন/আল আমীন