বরিশাল বিভাগের প্রবাস ফেরত ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের তৎপরতায় গত ১০ মার্চ থেকে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
এদের মধ্যে বরিশালে ১০ জন, ঝালকাঠিতে ৬ জন, পটিয়াখালীতে ৪ এবং ভোলায় ১ জন। তারা সকলেই প্রবাস থেকে দেশে এসেছেন। তবে তারা কেউই করোনা আক্রান্ত নন। সতর্কতা অবলম্বনের জন্য তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব মন্ডল।
বিডি প্রতিদিন/হিমেল