করোনাভাইরাসের জীবাণুু বহন করতে পারে এমন সন্দেহে বাগেরহাটের মোরেলগঞ্জে দিল্লীফেরত এক যুবককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। নিশানবাড়িয়া গ্রামের ওই যুবককে শনিবার বিকাল ৩টার দিকে হাসপাতাল থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বিনা পাসপোর্টে শুক্রবার রাতে স্থলপথে দিল্লী থেকে মোরেলগঞ্জে নিজ বাড়িতে আসেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
পরে প্রশাসনিক কর্মকর্তাদের হস্তক্ষেপে ওই যুবককে ইউপি চেয়ারম্যান গ্রাম পুলিশের মাধ্যমে হাসপাতালে পাঠান।
হাসাপাতাল থেকে তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছেন ডা. কামাল হোসেন মুফতি।
বিডি প্রতিদিন/আল আমীন