কিশোরগঞ্জে নতুন করে বিদেশফেরত ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের মধ্যে কুলিয়ারচরে ১০ জন, অষ্টগ্রামে ৯ জন, কিশোরগঞ্জ সদরে ৬ জন, মিঠামইনে ২ জন ও কটিয়াদীতে ১ জন রয়েছেন। সিভিল সার্জন ডা. মজিবুর রহমান শনিবার বিকালে এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে শনিবার পর্যন্ত মোট ৮১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হলো। তবে তাদের মধ্যে কারও করোনা আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা যায়নি। সিভিল সার্জন আরও জানান, হোম কোয়ারেন্টাইনের নির্ধারিত সময় শেষ হওয়ায় ১৪ জন স্বাভাবিক অবস্থায় ফিরে গেছেন।
বিডি প্রতিদিন/আল আমীন