করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ক্যাম্পাস বন্ধের দাবিতে অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। শনিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন তারা।
অনশনরত শিক্ষার্থীরা হলেন, টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী মো.হাসান বিশ্বাস, মনোবিজ্ঞান বিভাগের মো. জোনাইদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইয়াসিন আরাফাত প্লাবন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কে এম তুর্য।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বেশ কয়েকদিন ধরে ক্যাম্পাস বন্ধের দাবি জানিয়ে আসছে শিক্ষার্থীরা। তবে তাদের এই দাবির বিষয়ে কর্ণপাত করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই দাবি আদায়ে অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের এই চার শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/এ মজুমদার