বাংলাদেশ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, করোনাভাইরাসের নমুন পরীক্ষার জন্য কেউ আইইডিসিআরে আসবেন না। আমাদের ১৭টি হটলাইন খোলা রয়েছে। আপনারা সেসব নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিম নমুনা সংগৃহে ঘটনাস্থলে পৌঁছে যাবে।
সোমবার রাজধানীর মহাখালীতে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক আরও জানান, করোনার নমুনা পরীক্ষায় সরাসরি কেউ আইইডিসিআরে আসবেন না। নমুনার জন্য আমাদের হটলাইনে যোগাযোগ করবেন। হটলাইন গুলোতে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োজিত রয়েছেন তারা আপনার বক্তব্য অনুযায়ী নমুনার জন্য মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিবেন।
তিনি আরও বলেন, কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সঙ্গে নিরাপদ দূরত্বে থেকে করোনাভাইরাস প্রতিরোধে পরিবারের লোকজনকে সহযোগিতা করতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন