‘আর্তমানবতার সেবায় বাংলাদেশ নৌবাহিনী’-এই স্লোগানকে সামনে রেখে জুলাই পুণর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনী ভোলার তজুমদ্দিন ও চরফ্যাশন উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।
আজ সোমবার সকালে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এবং চরফ্যাশন উপজেলায় পৃথকভাবে এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
কমান্ডার খানা নৌ অঞ্চল-এর আয়োজনে আয়োজিত এই কর্মসূচিতে পাঁচ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।
তজুমদ্দিনে দায়িত্ব পালন করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ফারহান আদিব (বিএন), এবং চরফ্যাশনে চিকিৎসা সেবা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. ইব্রাহীম খলিলুল্লাহ (বিএন)।
বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে স্থানীয়রা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/জামশেদ