বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মোয়াজ্জিনদের জন্য সম্মানজনক বেতন-ভাতা ও চাকরিবিধি প্রণয়নের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
শনিবার সকালে জয়পুরহাটের কালাই উপজেলার ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলেম-ওলামা ও ইমাম-মোয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
চন্দন বলেন, আমরা ইমাম-মোয়াজ্জিনদের সর্বোচ্চ সম্মান করি। তারা সমাজের বিভিন্ন সমস্যা সমাধান, সঠিক দিকনির্দেশনা ও ইসলামের শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অথচ, সমাজে তারা এখনো অবহেলিত। তাদের বেতন কম এবং চাকরির নিরাপত্তাও নেই। বিএনপি ক্ষমতায় গেলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরও বলেন, বিএনপি একটি উদার রাজনৈতিক দল এবং ইসলামি মূল্যবোধে বিশ্বাসী। বর্তমান ‘ফ্যাসিস্ট হাসিনা সরকার’ ইমাম-মোয়াজ্জিনদের অবমূল্যায়ন করেছে বলে অভিযোগ করেন তিনি। একইসঙ্গে সমাজ রক্ষায় ইমামদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, জেলা ওলামা দলের আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব শহিদুল ইসলাম, কালাই উপজেলা ওলামা দলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল