সিরাজগঞ্জের শাহজাদপুরে র্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে হত্যা মামলায় সেলিম রেজা নামে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার বিকেলে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দন্ডপ্রাপ্ত সেলিম রেজা উপজেলঅর পোতাজিয়া গ্রামের ওয়াজ আলীর ছেলে।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, ২০১২ সালের ২৩ আগষ্ট একই এলাকার ওয়াজ আলী বাদী হয়ে শাহজাদপুর থানায় হত্যা মামলা করেন। এই মামলায় গত ২৭ আগষ্ট সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ সেলিম রেজাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। রায়ের পর থেকেই সেলিম রেজা পলাতক ছিল। র্যাব-১২ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তাকে গ্রেফতার করেন। শনিবার তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম