চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লাবিবা লামিয়া (প্রথম বর্ষ)–এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলসংলগ্ন একটি বাসায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান গৃহকর্মী।
জানা যায়, লাবিবা ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া থাকতেন। তার বাবা মুতাসির বিল্লাহ শামীম ও মা মেয়ের ঝুলন্ত অবস্থার খবর পেয়ে দ্রুত এসে জানালার রড থেকে নামিয়ে মেঝেতে শোয়ান।
সহপাঠীরা জানান, প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় ছয়টি কোর্সে অকৃতকার্য হয়ে ‘ড্রপ আউট’ হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন লামিয়া।
বাসার গৃহকর্মী বলেন, “আমি দেখি জানালার রডে ঝুলে আছেন, কিন্তু পা মাটিতে লাগা ছিল। তখন মনে হলো, কেউ যদি ফাঁসি দেয়, তাহলে তো পুরো শরীর ঝুলে থাকার কথা!”
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূরুল হামিদ কানন জানান, ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। হাটহাজারী থানা ও পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার বলেন, “ঘটনাস্থলে গিয়ে দেখি লাশ মেঝেতে শোয়ানো অবস্থায় আছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।”
বিডি প্রতিদিন/আশিক