ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান মানবিক সংকটের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় সোমবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একটি পোস্টে তিনি ‘প্রতিরোধযোগ্য’ দুর্ভিক্ষ বন্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
একটি মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে ওবামা লেখেন, যদিও গাজা সংকটের স্থায়ী সমাধানের জন্য সব জিম্মিদের মুক্তি এবং ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা আবশ্যক, এই নিবন্ধগুলো নিরীহ মানুষের মৃত্যু রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তাকে আরও স্পষ্ট করে তুলেছে।
তিনি আরও বলেন, গাজা উপত্যকার মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে দিতে হবে। বেসামরিক মানুষদের কাছ থেকে খাবার ও পানি দূরে রাখার কোনও যুক্তি থাকতে পারে না।
এর আগে, রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, গাজায় অপুষ্টির হার ‘উদ্বেগজনক পর্যায়ে’ পৌঁছেছে। সংস্থাটি বলেছে, সহায়তার ‘ইচ্ছাকৃত অবরোধ’ সম্পূর্ণরূপে প্রতিরোধযোগ্য ছিল এবং এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের মধ্যে অপুষ্টিজনিত মৃত্যুর সংখ্যা ৭৪ জনে পৌঁছেছে, যার মধ্যে শুধুমাত্র জুলাই মাসেই মারা গেছে ৬৩ জন। এর মধ্যে রয়েছে পাঁচ বছরের কম বয়সি ২৪ শিশু, একজন বড় শিশু এবং ৩৮ জন প্রাপ্তবয়স্ক।
ডব্লিউএইচও আরও জানায়, গাজায় প্রতি পাঁচজন শিশুর মধ্যে একজন এখন তীব্র অপুষ্টিতে ভুগছে। জুনের তুলনায় চার থেকে ছয় বছর বয়সি শিশুদের মধ্যে অপুষ্টির হার তিনগুণ বেড়েছে।
গাজায় চলমান সামরিক অভিযান ও মানবিক অবরোধের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, খাদ্য, পানি ও ওষুধের প্রবেশে বাধা তৈরি করে ফিলিস্তিনিদের ‘ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে’, যা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল।
সূত্র : আল-জাজিরা ও আনাদোলু এজেন্সি।
বিডি-প্রতিদিন/শআ