চিত্রনায়ক জসীমের সন্তান এ কে রাতুল মারা গেছেন। তিনি পেশায় একজন সংগীতশিল্পী ছিলেন। ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার রাতুল গতকাল উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
রাতুলের এমন আকস্মিক প্রয়াণ মানতে পারছেন এদেশের সংগীতপ্রেমীরা। দেশের সংগীতাঙ্গনে যেন হঠাৎ করেই শোকস্তব্ধ হয়ে গেছে। শোক প্রকাশ করছেন সংগীতশ্লিষ্টরা। গায়ক রবি চৌধুরী, বাপ্পা মজুমদার, অর্ণবসঃ অনেকেই শোক প্রকাশ করছেন। শোক জানিয়েছে ব্যাণ্ড দল আর্ক, চিরকুটসহ দেশের সংগীতাঙ্গনের অনেক তারকা।
আজ সোমবার (২৮ জুলাই) বাবার কবরেই সমাহিত হবেন রাতুল।
জানা গেছে, সোমবার সকালে বনানী কবরস্থানে বাবা জসীমের কবরেই দাফন করা হবে তাকে। এর আগে আজ বাদ মাগরিব উত্তরা ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
বাবা ছিলেন চিত্রনায়ক জসীম। দেশের চলচ্চিত্র অঙ্গনের সোনালি দিনের সুপাস্টার। তবে বাবার মতো অভিনয় জগতে না গেলেও সংগীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন রাতুল।
রাতুল ছিলেন এক বহুমাত্রিক প্রতিভা। ২০১৪ সালে তার ব্যান্ড ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ প্রকাশিত হয়। ২০২১ সালে আসে ইপি ‘এইটিন’, যা শ্রোতাদের মাঝে দারুণ প্রশংসিত হয়।শুধু নিজের ব্যান্ডেই নয়, অন্যান্য দলেও ছিল তার সক্রিয় অংশগ্রহণ। তিনি অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি–১’ অ্যালবামের সাউন্ড প্রোডাকশনের দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তাঁর বড় ভাই এ কে সামী একজন ড্রামার।
বিডি প্রতিদিন/আশিক